ফিরে আসা..
ফিরে আসা..
ওই যেখানে পথ মিশেছে মহুলবনীর কোল ঘেঁষে,
সেইখানেতে থমকে দাঁড়াই কাকডাকা ভোর, রাতশেষে,,
কিসের টানে চমকে উঠি বাঁক নেওয়া পথের ধারে
দূর সীমানা ডাকছে আমায় আদুরে নামে বারেবারে.....
ফিরতিপথে নেই পিছুটান, তবুও কিসের উচাটন
ওইপারেতে পিদিম জ্বলে, তাই দেখে কি ব্যাকুল মন ??
দুর মোহনার শান্ত জলে কাদের ছায়া পড়ছে ওই ?
মনদুয়ারীর আগল খুলে দেখি, তারা মনের সই......
কিছু পিদিম নিভতে থাকে, দমকা ঝোড়ো হাওয়ার ডাক
চিরচেনা মুখের সারি কুয়াশাজলে আবছা থাক..
কালবোশেখির হাতছানিতে দিচ্ছে যারা দিক সাড়া
আমার ঘরে ভৈরব রাগ সাজিয়ে তুলুক চোখের তারা....
আবার আমি ফিরতে থাকি আপনজনের হাত ধরে
সেই যেখানে পথ মিশেছে বাঁশিওয়ালার মেঠোসুরে....
জ্বলতে থাকা পিদিমসারি জ্বলতে থাকুক রাতশেষে
নিভল যারা মিলাক তারা মহুলবনীর কোল ঘেষে...............