ফেরার অপেক্ষা
ফেরার অপেক্ষা
আজও একাকি ফিরি শহরের
প্রত্যেক অলিগলিতে তোকে খুঁজে,
আজও তোর ছোঁয়া অনুভব করি
পুরনো বইয়ের ভাজে।
আজও পড়ন্ত বিকেলে সূর্য যখন
যায় পশ্চিমাকাশে অস্ত,
নদীর পড়ে বসে একাকী আমি
তখন তোর কথাই ভাবতে ব্যস্ত।
আজও যখন আকাশের বুকে কালো
মেঘ ঘনিয়ে আসে ঝড়ে পড়ে বর্ষার
প্রথম বৃষ্টির ফোঁটা,
সেই শীতল বারিধারাকে আলিঙ্গন
করে ভিজতে থাকি আমি একা।
আজও যখন পূর্ণিমার পূর্ণ চাঁদের
আলোয় আলোকিত হয় রাত,
আমি তখন খুঁজতে থাকি ভালোবাসা
দিয়ে পূর্ণ তোর দুটি ভরসার হাত।
আজও দিনের শেষে ব্যস্ত শহরের
জনারন্যের ভীড়ে তোকেই খুঁজতে থাকি,
ক্লান্ত পায়ে হেঁটে চলি অজানা গন্তব্যের
পথে জানিনা সঠিক পথে আদৌও
ফেরা হবে নাকি!
আজও যখন বাড়ির কলিং বেলটা
কর্কশ স্বরে বেজে ওঠে,
তোর ফেরার আশায় আমি
উদভ্রান্তের মত যাই ছুটে।
কিন্তু দিন যায়, মাস যায়,
পার হয়ে যায় বছরের পর বছর,
তোর আর ফেরা হয়না!
বাড়তে থাকে শুধু আমার
অপেক্ষার প্রহর।

