STORYMIRROR

Kausik Chakraborty

Classics

3  

Kausik Chakraborty

Classics

ফেরাও ফতোয়া

ফেরাও ফতোয়া

1 min
499

কুড়িয়ে নাও দেশ ও বিদেশের অলীক নজর 

আর রেখে যাও গভীর থেকে গভীরতর খাদ--

আমি বই তুলে নেবো আমার কাঁধে

ধীরে ধীরে হেঁটে যাবো কিনারায়

ফেলে দেব নিজেকে কোনো বাঁচার গুহায় 

আর মিলিয়ে যাবো দৃষ্টিতে অবাধ...


ঝরে পড়বে অক্ষর আর দল

আমার কবিতা দিয়ে আমি সাজিয়ে নেবো উদ্বাস্তু ভেলা--

ভাসাবো সকলের দিকে, যারা বই হতে চায়...

পরিবর্তে ফিরে আসবো; ফিরে দেখবো ময়দান... ভিন্ন প্রচ্ছদ,  

আর প্রতিদিন নিজের সামনে দীর্ঘ হতে সাজানো বইমেলা 

  

আমি যদি গিরিখাদ থেকে তুলে আনি বই ও পার্বন

আমি যদি ধর্মের খোঁজে চোখ রাখি যেকোনো পৃষ্ঠায়--

তবে তুমি আমার দিকে ছুঁড়ে দিওনা নতুন ফতোয়া

বরং ফিরিয়ে নাও দাবি

এবার সমস্ত বই থেকে বেছে রাখবো উদারতা 

বইমেলার প্রতিঘরে ছেপে রাখবো একক সংখ্যায়...


Rate this content
Log in

Similar bengali poem from Classics