ফাল্গুনী সন্ধ্যায়
ফাল্গুনী সন্ধ্যায়


কোনো এক ফাল্গুনী সন্ধ্যায়
মেঘ বসনে এসেছিলে তুমি
সাহস হয়নি তোমায় বিব্রত করার
শুধু চেয়েছিলাম সেই আবহে নিজেকে
মেলে ধরতে,
অব্যক্ত অভিমানী ভাষায়
বলেছিলাম অনেক কিছুই
স্পর্শ করেনি তোমার মনজানালা
তাই আর ফেরা হয়নি একান্তে
কোনো দিন,
আজও আমার আমিকে
তোমার মেঘবসনে
খুঁজে খুঁজে ফিরি।