STORYMIRROR

Moitreyee Ghosh

Romance Tragedy Others

2  

Moitreyee Ghosh

Romance Tragedy Others

ফাল্গুনী সন্ধ্যায়

ফাল্গুনী সন্ধ্যায়

1 min
465


কোনো এক ফাল্গুনী সন্ধ্যায়

মেঘ বসনে এসেছিলে তুমি

সাহস হয়নি তোমায় বিব্রত করার

শুধু চেয়েছিলাম সেই আবহে নিজেকে

মেলে ধরতে,

অব্যক্ত অভিমানী ভাষায়

বলেছিলাম অনেক কিছুই 

স্পর্শ করেনি তোমার মনজানালা

তাই আর ফেরা হয়নি একান্তে 

কোনো দিন,

আজ‌ও আমার আমিকে 

তোমার মেঘবসনে

খুঁজে খুঁজে ফিরি।



Rate this content
Log in

Similar bengali poem from Romance