পাঠকের মতামত
পাঠকের মতামত
পাঠকের মতামত
মানিক চন্দ্র গোস্বামী
কবিতার পঙতি গুলো আজ অপাংতেয়,
বাতাবরণ যুগের হাওয়ায় গুমোট,
শিল্পী কবির অভিষেক কালে
বেদনার বোঝা প্রকট।
নতুন কবিতার উত্তরণে
পূর্ণতা রয় পিছে,
সমালোচনায় দলিত হলে
প্রচেষ্টা হয় মিছে।
পাঠক তুমি এগিয়ে এসে
উৎসাহ দাও কাজে,
একদিন চারা মহীরুহ হবে
সফল সৃষ্টি মাঝে।
দেখিয়ে দেবে ভুল ত্রুটি তুমি
মতামত দেবে দামী,
লেখনী হবে অসীম দৃঢ়,
পাবে অসংখ্য অনুগামী।
সুচিন্তিত অভিমত গুলি
অধিক মূল্য ধরে,
কবিতার মান বর্ধিত হবে,
খ্যাতির মাত্রা বাড়ে।
ভালো লেখা কদর পাবে
ভাষা, কথার গুনে,
সুগঠিত লেখার ছত্র
পাঠকের মন টানে।
লেখার ছন্দে, অলংকারে
সুবাস আসবে ভরে,
কবি, সাহিত্যিক সম্মান পাবে
বিশ্ব জগৎ জুড়ে।
