পাশ ফেল
পাশ ফেল


জীবনের পাশ-ফেল অনেকটা সিঁড়ি ভাঙা অঙ্কের মতো,
কখনও চড়াই, কখনও বা উতরাই,
উচ্ছ্বাস আর উৎকণ্ঠার সমানুপাতিক মেলবন্ধন।
প্রারম্ভিক এগিয়ে চলার সুশৃঙ্খল কল্পনার পাঠক্রমে মানিয়ে নেওয়া,
তৈরি করে নেওয়ার ইতিকথা প্রতিটি অধ্যায়ে,
কখনও বা পাশের রাজত্বে ফেলের অস্তিত্বকে অস্বীকার করা!
কখনও বা ফেলের স্বত্ব সম্পূর্ণভাবে গলাধঃকরণ করা,
কি হবে এতটা ভেবে?
মানবিক হও দূরত্বটা হ্রাস ক'রে।
ঝেড়ে ফেলো যোগ-বিয়োগের লড়াই।
কেন অস্বীকার করো অক্লেশে?
প্রতিটি ফেলের অন্দরমহলে লুকিয়ে আছে পাশের হাতছানি।
পাশ-ফেল তো সাময়িক কিছুক্ষণের কার্যক্রম,
দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে সরলরৈখিক হও।