STORYMIRROR

Chandrima Chatterjee

Classics Fantasy Children

4  

Chandrima Chatterjee

Classics Fantasy Children

পার্বণের শরৎকাল

পার্বণের শরৎকাল

1 min
292


মেঘ ভাঙা রৌদ্রে মিলে মিশে,

যখন ঘটে তোমার আগমন

শুরু হয় তোমার অনন্ত যাত্রা-

পবিত্র ভোরের সেই পবিত্র উচ্চারণ।


গনেশ পূজার আয়োজনে

মাতল সমারোহ

এক মাস পর মা আসছেন

চার সন্তান সহ।


উজ্জ্বল আকাশে -

ছেয়ে থাকে রঙিন সুতোর টান,

লাটাই হাতে 'ভো-কাট্টা'

বাড়ায় আত্মসম্মান।


ওদিকে দিনমজুরের

উৎসবে রইলো না কোনো ত্রুটি

বিশ্বকর্মার অসীম কৃপায়-

একটি দিনের ছুটি।


রামধনুর রং গোধূলি বেলায়

মিশছে পটের তুলিতে

সেই সাদা রং কাশফুল হয়ে,

চাইছে মাঠে দুলিতে।


শারদিয়ার পূর্ণ তিথিতে-

ঢাকে পড়লো কাঠি,

বনেদী বাড়ির জন্য হলো

বরাদ্দ গঙ্গা মাটি।


শরতের রৌদ্র ছায়ায়

আঙিনায় খেলে সুখ,

গগনের মেঘমালায়

উঁকি দেয় মায়ের হাসিমুখ।



Rate this content
Log in

Similar bengali poem from Classics