পার্বণের শরৎকাল
পার্বণের শরৎকাল


মেঘ ভাঙা রৌদ্রে মিলে মিশে,
যখন ঘটে তোমার আগমন
শুরু হয় তোমার অনন্ত যাত্রা-
পবিত্র ভোরের সেই পবিত্র উচ্চারণ।
গনেশ পূজার আয়োজনে
মাতল সমারোহ
এক মাস পর মা আসছেন
চার সন্তান সহ।
উজ্জ্বল আকাশে -
ছেয়ে থাকে রঙিন সুতোর টান,
লাটাই হাতে 'ভো-কাট্টা'
বাড়ায় আত্মসম্মান।
ওদিকে দিনমজুরের
উৎসবে রইলো না কোনো ত্রুটি
বিশ্বকর্মার অসীম কৃপায়-
একটি দিনের ছুটি।
রামধনুর রং গোধূলি বেলায়
মিশছে পটের তুলিতে
সেই সাদা রং কাশফুল হয়ে,
চাইছে মাঠে দুলিতে।
শারদিয়ার পূর্ণ তিথিতে-
ঢাকে পড়লো কাঠি,
বনেদী বাড়ির জন্য হলো
বরাদ্দ গঙ্গা মাটি।
শরতের রৌদ্র ছায়ায়
আঙিনায় খেলে সুখ,
গগনের মেঘমালায়
উঁকি দেয় মায়ের হাসিমুখ।