যাত্রা
যাত্রা
জন্ম থেকে যাত্রা শুরু,
মৃত্যুতে বলে শেষ।
প্রতিদিনের একই যাত্রা
সাজায় পরিবেশ।
চলন্ত পা থামেনা যখন
দুরন্ত চিন্তা ধারায়,
ধূসর ধোঁয়ার মধ্যে দিয়ে
ধমনিকে সে নাড়ায়।
যাত্রা শুভ কিংবা অশুভ
এ কেমন গোলকধাঁধা?
মনের মধ্যে বিঁধলে একথা
পাবেই তো সে বাঁধা।
যাত্রা সকলের অভিব্যক্তি
মানুষ হোক বা পশু
চলছি আমি চলছ তুমি
বয়স্ক আর শিশু।
চলাই জীবন ,
এ কথাটা তুমি অন্তত কি মানবে?
এ যাত্রা সেদিনই হবে শেষ
পৃথিবী যেদিন থামবে।
