STORYMIRROR

Chandrima Chatterjee

Drama Tragedy Classics

3  

Chandrima Chatterjee

Drama Tragedy Classics

পলুর পাঁচালি

পলুর পাঁচালি

1 min
186


এ কোন আঁধারে চলে গেলে, সব নিঃশেষ করি

কি বিচিত্র চলচ্চিত্রে হয়েছিল অপু তে হাতেখড়ি।

তারপর থেকে অভিনয়ের টানে

 দেবী, তিন কন্যায় মাতল অভিযানে।

কর্মে ছিলেন সিদ্ধ তিনি, এক কথাতে মহাপুরুষ

জীবন সৈকতে কেউ দেবদাস হলে, সত্যি সে কি কাপুরুষ?

বন্দি হলেন ঝিন্দে গিয়ে , সোনার কেল্লায় এসে,

অবশেষে গণশত্রু বিনাশ করে পৌঁছলে হীরক রাজার দেশে।

সেখানে কাটছিল বেশ অরণ্যে দিন রাত্রি

কোথা থেকে জোটালেন হঠাৎ কনির মতো ছাত্রী।

চারুলতা কে সঙ্গে নিয়ে ঘরে বাইরে দুটোই করলেন মাত।

তাই তো তাঁকে প্রণাম করি 'জয় বাবা ফেলুনাথ।'

বেলা শেষে লাঠি হাতে যখন তিনি প্রাক্তন

অশনির সংকেত তাঁকে দিলো না করতে প্রত্যাবর্তন।

কালবেলায় নেমে এলো কি ভীষণ দুখ

চিরনিদ্রায় বিলীন হয়ে পেলেন অলীক সুখ।



Rate this content
Log in

Similar bengali poem from Drama