স্পর্শ
স্পর্শ


তোমার ওই ব্যাকুল করা স্পর্শ
যখন হাতছানি দেয় আমার হৃদয়ে
হয়ে ওঠে তখন প্রতিটি অনুভূতি
শিহরণে লোমহর্ষ।।
আমি অপেক্ষায়-
তোমারই আশায়
কবে আসবে সেই সন্ধিক্ষণ?
পূর্ণ শশী কিরণ মাঝে ঘটবে সে মিলন?
তুমি না হয় , মনের মাঝে
যা আছে আমায় দিলে
আমি সেটুকু যত্ন করে-
গড়লাম দুজনে মিলে।।
ভুলবো না তোমার গায়ের
গন্ধে মাখানো সেই আতর
তাই আজও সে গন্ধ পেলে
মন হয় স্পর্শকাতর।
আজও আমি আড়াল থেকে
খুঁজি তোমার স্পর্শ
যা থেকে আমি ধারণ করবো
সৃষ্টির এক নতুন উৎকর্ষ।।