STORYMIRROR

Chandrima Chatterjee

Abstract Inspirational

3  

Chandrima Chatterjee

Abstract Inspirational

সাধারণের জন্য

সাধারণের জন্য

1 min
265


অসাধারণের নিকট সাধারণ লুপ্তপ্রায়,

অজস্র লোকরাশির ভিড়ে এহেন লুকায়।


সাধারণ-অসাধারণ দহে মিল যত

সাধারণই মিটায় অসাধারণের ক্ষত।।


অসাধারণের অভিপ্রায় সাধারণ যায় মরে

তবুও যেন কোথাও অসাধারণের সাধারণ অন্তরে।


অসাধারণের বিচিত্রে যখন ভুবন আলোড়ন

তখনও যেন অসাধারণের মাঝে প্রস্ফুটিত সাধারণ।


অসাধারণের মান সর্বদা উচ্চ- আকাঙ্খিত,

সাধারণের স্থান কেবল থাকে নিমজ্জিত।


সাধারনের দুটি আঁখি আলোর দিকে ধায়

অসাধারণের সাধনা নিঝুম নিরালায়,


বলতে পারি সাধারণ অসাধারণ আসলে মনের বিভেদ

সাধারণ থেকে অসাধারণ হলো সুপ্ত মনের জেদ।


অসাধারণ অস্থায়ী , সাধারণই স্থিতিশীল,

দুইয়ের মধ্যে খুজতে গেলে পাবে অনেক মিল।


সাধারণ, অসাধারণের অঙ্ক ছেড়ে পারদর্শী হও নিজের কাজে,

তবেই হবে অসাধারণ সাধারণের মাঝে।।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract