সম্পর্ক
সম্পর্ক


সম্পর্ক এলোমেলো হচ্ছে অতঃপরে,
জীবন যুদ্ধে দৌড়ে নয়।
ভাসছে স্রোতে মানব সরোবরে।
কত প্রাণ আনছে বান,
কেবল তাহার দরকারে,
দাঁড়িপাল্লায় মাপছে টাকা,
হিসাবের রোজকারে।
মাঝে মাঝে মনে হয় ,
চলে যাই ইতিহাসের ওই প্রান্তে।
ধরণীর দীর্ঘায়ু প্রকৃতির কাছে জানতে।
কবে হবে এই চরম অরাজকতার শেষ?
বাঁধবো নতুন সম্পর্ক
কাটবে গো দিন বেশ।