STORYMIRROR

Chandrima Chatterjee

Abstract Inspirational

3  

Chandrima Chatterjee

Abstract Inspirational

সম্পর্ক

সম্পর্ক

1 min
162

সম্পর্ক এলোমেলো হচ্ছে অতঃপরে,

জীবন যুদ্ধে দৌড়ে নয়।

ভাসছে স্রোতে মানব সরোবরে।

কত প্রাণ আনছে বান,

কেবল তাহার দরকারে,

দাঁড়িপাল্লায় মাপছে টাকা,

হিসাবের রোজকারে।

মাঝে মাঝে মনে হয় ,

চলে যাই ইতিহাসের ওই প্রান্তে।

ধরণীর দীর্ঘায়ু প্রকৃতির কাছে জানতে।

কবে হবে এই চরম অরাজকতার শেষ?

বাঁধবো নতুন সম্পর্ক

কাটবে গো দিন বেশ।


    


Rate this content
Log in

Similar bengali poem from Abstract