STORYMIRROR

Nikhil Mitra Thakur

Fantasy

4  

Nikhil Mitra Thakur

Fantasy

পালাবদল

পালাবদল

1 min
234

ব্যস্ত তুমি, তোমার কাজের ভুবন ঘিরে,

ব্যস্ত,অন্য কোথাও খুঁজতে হিরে,

তাকাও না পিছন ফিরে,

যে দাঁড়িয়ে আছে এতকাল অপেক্ষার তীরে।

ওই সময় হলো আসছে তোমার অবসর,

তুমি আছো তার সাড়ার অপেক্ষায়,

তার যে এখন সময় নাই,

সময় এখন তোমার কাছে অজগর।

একটা হ্যালো,একটা হায় গেলার হামুখ,

হৃদয় জুড়ে দীর্ঘশ্বাসের সড়ক পথ,

অভিমান অভিযোগের সম্মেলন,

তবু মনে মনে সেই আশার জন্য উন্মুখ।

অবজ্ঞার ছাতনাতলে বিচ্ছেদের মালাবদল,

অযত্নের বুকে আদরের চাষ,

শুকনো ফুলে সৌরভের আশ,

আর এসবের নির্যাস নিশ্চুপ পালাবদল।



Rate this content
Log in

Similar bengali poem from Fantasy