পাহাড়ি ঝরনা
পাহাড়ি ঝরনা


অবারিত ধারায় পূর্ণচ্ছেদের অবকাশ নেই,
নেই ফুরসত মলিনতা ধুইয়ে দেওয়ার চেষ্টায়,
নিজেকে অপরিস্রুত ক'রে নির্মল জগতে প্রবেশ -
স্বচ্ছতোয়া স্রোতে অবিরাম ভালোবাসার ছোঁয়া,
আপন মনে নেই কোনও সংশয়ের বাধ্যবাধকতা,
নিজের সচল গতিপথে একান্তই নিজস্ব আঁকিবুকি,
সীমাবদ্ধতার বেড়াজালে আবদ্ধ করেনি নিজেকে।
সুউচ্চ পর্বতমালায় সৃষ্টির সংখ্যাতত্ত্বের ইতিকথা,
শক্তির উন্মেষ সঞ্চিত বরফের সন্নিবিষ্ট ভালোবাসায়!
প্রেমের টানে ভেসে চলে উজানের টানে,
শক্তির রূপান্তরিত ধারাপাত তো ভবিতব্য।
আবহমান কাল থেকে বহন ক'রে চলেছে স্নিগ্ধতা।