ওলটপালট
ওলটপালট
বহুরূপে আসিয়াছো তুমি দেখিয়াছো কত আলো,
সৎ নিষ্ঠা হয়ে চলো তব থাকিবে তুমি ভালো।
কৃষ্ণ কৃষ্ণ নাম জপ কাঁধে ভিক্ষার ঝুলি,
মনেতে আছে কূটনীতি মুখেতে মধুর বাণী।
বল হরি হরি বল ওই দেখো যায় চার কাঁধে,
কিছু কান্না কিছু হাসি সঙ্গে চলে পাশে পাশে।
কেউ হয় খুশি কেউ হয় দুখী কেউ আছে মতলবী,
কারো লাভ কারো ক্ষতি এটাই তো চলে যথারীতি।
ভোটের সময় মন্ত্রী বলে কোন চিন্তা নাই,
বাস্তব হয় তার উল্টো চিন্তার শেষ নাই।
শিক্ষায় শিক্ষিত হও বড় হয়ে চাকরি পাবে,
বাস্তব হয় তার উল্টো মোবাইলে রিলস বানাবে।
এটাই তো উন্নতি এটাই তো ডিজিটাল, এতেই আমরা মাতি,
কাজ কারবার সব বন্ধ ইন্টারনেট আর মোবাইলেতে আমরা বাঁচি।
কৃষক বলে করবো না কাজ আমিও বানাবো ভিডিও,
শিক্ষার্থী বলে পড়বো না আর আমিও হবো পাড়ার রোমিও।
শিক্ষক বলে আমি কি করিব ছাত্র নাই ক্লাসে,
মহাজন বলে জানিনা কিছু টাকা চাই মাসে মাসে।
জনতা বলে সাহায্য কর হে মন্ত্রী মহোদয়,
মন্ত্রী বলে টাকা কই পাবো ভান্ডার যে শূন্য হয়।
কত মন্ত্রী এলো গেল কত কথা দিয়ে গেল,
জনগণ হলো আস্ত গাধা ওদের কথাতে গলে গেল।
সব কেমন যেন ওলটপালট উল্টে গেছে যুগ,
পাল্টে গেছে সবকিছু আর চাইনা কলিযুগ।
আর পারিনা সইতে এসব এবার এসো তুমি,
হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা করো তুমি।
কলিযুগের অবসান চাই এবার এসো হে কৃষ্ণ
অশোক চক্রে বদ করো পাপীদের; সমাজ করো পবিত্র।
