STORYMIRROR

Paula Bhowmik

Drama Fantasy Inspirational

3  

Paula Bhowmik

Drama Fantasy Inspirational

ও জীবন

ও জীবন

1 min
367

সুখের আর দুঃখের সাগর পাশাপাশি চলছে হেথায়,

ও জীবন তোমার সাথে অন্য জীবন মিশেছে সদাই।

বিভেদ রেখা দেখেই, দুটোকে শুধু আলাদা মনে হয়,

তলায় তো সুখ দুঃখ মিলেমিশে একাকার হয়েই যায়।

হিমবাহের মিঠা জল, নোনা ঐ সাগরেই মিশতে চায়,

বরফের হিমেল স্রোত সাগর পানে তাই ধেয়ে যায়।

হাজার লক্ষ সুখের ঢেউয়ে সুখের এক সাগর বানায়,

নোনা, ভারী দুঃখ-সাগর এভাবেই হালকা হয়ে যায়।

ও জীবন, তোমার সাথেই সুখ দুঃখ মিশছে সেথায়।

রোজ রোজ নতুন নতুন সুখ দুঃখের ঢেউ যে গজায়,

ছোটো বড় ঢেউগুলো যে মুহূর্তেই বিলীন হয়ে যায়।

আঁকা বাঁকা বিভেদ রেখা ওঠা নামা করছে হোথায়,

সাগরের বুকে এভাবেই নতুন নতুন গ্রাফ আঁকা হয়।

ও জীবন ওপরে যে সেই বিভেদের গ্রাফ দেখা যায়,

গভীর প্রেম যে মনের সুখে বয়েই চলে সাগর তলায়।

ও জীবন তোমার নোনা জলে, মিঠাজল মিশেই যায়,

সুখ আর দুঃখের রঙ ওপর থেকেই আলাদা মনে হয়।

ভেতরে ভেতরে সুখ ও দুঃখ যে একাকার হয়ে যায়,

তাই কখনও দুঃখ পেলেও যে মুখে হাসি এসেই যায়।

আবার যখন পাওয়া যায় সুখে আনন্দাশ্রুর দেখা,

আহা ! নোনতা নয় সে, যেন সুধা সম অমৃত মাখা।

ও জীবন তোমার সাথে সুখ-দুঃখ করে যে লুকোচুরি,

বুঝে নাও এই কথাটা, এ যে জীবনের ছল-চাতুরি।

সুখ দুঃখের এই সাগরে অবিচল থাকতে চেষ্টা করা,

জীবনের লক্ষ্য এটাই, এরই নাম যে জীবনধারা। 

ঢেউয়ের মতোই একটা সময় জীবনের হবেই শেষ, 

শুরুটাও নয় মন্দ! এভাবেই জীবনটা যে চলছে বেশ! 

ওঠা-নামা আছে বলে বোঝা যায় মানুষ বেঁচে আছে, 

পাথরসম একঘেয়ে কোনো জীবন তো শুধুই মিছে। 



Rate this content
Log in

Similar bengali poem from Drama