ও আকাশ
ও আকাশ
তুমি হতে চেয়েছো আকাশ
আমি চাঁদ হলে,
আমার যে নেই অবকাশ
অন্তরে প্রেম যে জ্বলে !
হও যদি কোন মহাসাগর
নদী হয়ে মিশে যেতে চাই,
তোমারও তো নেই অবসর
ভালোবাসা মিছে কথাটাই ।
জ্বলে পুড়ে হয়ে যাই খাক
ছাইটুকু হাতে নিয়ে থাকি,
নশ্বর প্রাণ যায় যাক
ভালোবাসি বলে তবু ডাকি ।
তুমি হতে চেয়েছিলে পাখি
উড়ে যেতে দূর গগনে,
চেয়েছিলাম বুকে ধরে রাখি
মধুমাসে শুভ লগনে ।
আজ আমার মনের ভিতর
কথাগুলো স্মৃতি হয়ে ফোটে,
কে আমার আপন কেবা পর
ফুলে তবু মৌমাছি জোটে ।

