নূতন মৃত্তিকা
নূতন মৃত্তিকা
সেদিন জ্বলে উঠেছিল দাবানল শুকনো ডালপালা ও পাতায় বনস্পতির অরন্যে।
তোমার তৃতীয় নয়নেও ছিল সেদিন আগুনের ছোঁয়া
সবুজ পৃথিবীটা হঠাৎ মেঘের মতো উড়ে এসে
দাঁড়িয়ে ছিল তোমার আমার সম্পর্কের মাঝে।
নক্ষত্রগুলো জেগেছিল সেদিন সারারাত
নির্জন রাস্তার বাতিগুলো নিভু নিভু
ঘন কুয়াশায় ঢেকে ছিল দুরের খোলা মাঠ
গাঁয়ের তালসিঁড়ি পুকুরের জল গভীর
তোমার কাজল চোখের মণির মতো।
তখন আগুন ছিল আমারও চোখে
সেদিন বিধ্বস্ত ছিল মন,
কিন্তু হৃদয়ে ছিল অনুরাগ
জন্ম হয়ে ছিল নতুন মৃত্তিকার
বাঁচার স্বপ্ন নিয়ে।

