Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

Debashis Roy

Classics

3  

Debashis Roy

Classics

নক্ষত্র পতন

নক্ষত্র পতন

1 min
944


জীনগত গুণাবলী বয়ে চলেছে অবিরত

অনুকূল পরিবেশের পরশ ছিল প্রতিনিয়ত,

আলোক বিচ্ছুরণে উপস্থিতি সদাই উদ্ভাসিত

তাই তো পরিচিত দিকদিগন্তে উজ্জ্বল 'নক্ষত্র'!


আরো চাই নতুন কিছু, ঘোঁচেনা জিজ্ঞাসা মোটে

ক্ষণে-ক্ষণে বারে বারে হেথা হতে হোথা ছোটে;

স্বপ্নকে তাড়িয়ে নিয়ে চলেছে সুউচ্চ এভারেস্টে

মন্দ নয় স্বপ্ন-দেখা কেবল যদি সময়ে তা ঘটে!


কলা-সাহিত্য-বিজ্ঞান-মহাকাশ সবখানে পারঙ্গম

সবাইকে পিছু ফেলে নিজেকে রেখেছে সর্বপ্রথম,

তাই বুঝি একা অবসাদে, কেমন যেন থমথম

বোঝে নাই কেহ তাঁরে, করে নাই কিছু হৃদয়ঙ্গম;


তাই বুঝি দৃঢ়-প্রতিজ্ঞা, 'পারবো, পারতেই হবে...'

রেখে গেল হাজার প্রশ্ন, অনন্ত 'নক্ষত্র'-মন্ডলে

কেনো এই অভিনবত্ব আকাঙ্ক্ষিত মৃত্যু-কালে

হত্যা বা আত্মহত্যা নয়, 'নক্ষত্র'-পতন সুকৌশলে।


Rate this content
Log in

More bengali poem from Debashis Roy

Similar bengali poem from Classics