খুঁজে ফেরা
খুঁজে ফেরা


জ্ঞান ফিরল হিংস্র শ্বাপদের হুঙ্কারে―চারিদিকে চাইলাম অবাক বিস্ময়ভরা চোঁখে!নিজেকে আবিষ্কার করলাম অন্ধকারাচ্ছন্ন নিবিড় জঙ্গলেআমি শুধু একা নই, আমারই মত ক'জনা আমার আশেপাশে।
নিজেদের স্বার্থে লড়তে হবে একসাথে―বিপরীত শক্তির বিরুদ্ধে গর্জে উঠব সুকৌশলে;জীবনশৈলী খাদ্যাভ্যাস সবকিছুই পরিবর্তিত এখনজন্মগত প্রবৃত্তিতে বাধা পড়লাম আমরা, ঘটল বংশবিস্তার।
এখন আমরা নিরাপদ, সংখ্যাগরিষ্ঠ―ক্রমশ পরাভূত সকল জীব, আমরা হ'লাম জীব-শ্রেষ্ঠপ্রতিনিয়ত যে আবিষ্কার, নিজেদের বাঁচিয়ে রাখার তাগিদেখাদ্য আগুন হাতিয়ার বা চাকা সবকিছুই ব্যবহারিক প্রয়োজনে।
মুহুর্মুহু আন্দোলিত
প্রাকৃতিক দুর্যোগে―গুহা পর্ণকুটির ধীরে-ধীরে বিবর্তিত মজবুত আশ্রয়েএভাবেই নব-নব কৌশল শিখে নিয়েছি বাঁচার প্রয়োজনে,আমরা নিজ-গ্রহহীন, নিক্ষেপিত অজানা এক নতুন গ্রহলোকে।
জংলী পশুরা আবদ্ধ নিজস্ব গন্ডিতে―আমরা যাঁরা বেড়ে উঠছি ভবিষ্যৎ 'মানুষ' রূপে নিরন্তর প্রচেষ্টায় জনগোষ্ঠী নতুন বাসস্থানের খোঁজে,নদী পর্বত জঙ্গল গুহা লোকালয় আবার সীমা ছাড়িয়ে অসীমে।
প্রাণিকুল নিরাপদ প্রকৃতিরই কোলে―কৃত্রিমতা হলে ওঁরাও শ্বাসরুদ্ধ, যেমন মনুষ্য এই গ্রহেপ্রতি মুহূর্তে প্রয়োজন কেবল কৃত্রিম উপকরণ কৃত্রিম বাসস্থানে,তাইতো খুঁজে ফেরা নিজস্বতা, লক্ষ-কোটি আলোকবর্ষ দূরে।