STORYMIRROR

Debashis Roy

Abstract Fantasy

5.0  

Debashis Roy

Abstract Fantasy

অভাগার স্বপ্ন

অভাগার স্বপ্ন

1 min
581



নেহাতই সাদামাটা 

সম্পূর্ন উন্মুক্ত, উজাড় করা মন

যতই এগোয় সম্মুখে, 

স্বপ্নও এগোয় তত দূরে...

ঠিক যেন দিগন্তরেখা মনে হয়,

স্বপ্নের সাথে চিরশত্রুতা আজও!


শক্ত মনের কঠিন শপথ...

একে একে উন্নীত বিলম্বিত বহু পথ

শেষ নেই, শুরুরও ক্ষণ নেই কোনো,

অবিরাম অবিশ্রান্ত পথচলার!


কাব্য সাহিত্য শিল্পকলা 

জ্ঞানতৃষ্ণা সবেতে,

রসবোধে নেই ঘাটতি কোনো, 

পূর্ন আছে 'শূন্যহৃদয়তে'...


সব স

ৃষ্টি নয় যে সবার,

 সবাই নয় যে অতি আপনার।

   আপন সৃষ্টি অতি আপনার,  

      কেহ নয় তার ভাগিদার।


নাইবা পেলে স্বীকৃতি কারো

  নাইবা এল উপহার কোনো ...

অবিচল আছ আপন কর্মে

   অটুট রেখেছ স্বপ্ন সকলই বুকেতে।


অভাগা নও, 

    তুমি ভাগ্যের সন্ধানী

স্বপ্ন তোমার, 

      হবেই পূরণ জানি!


Rate this content
Log in

Similar bengali poem from Abstract