দৃষ্টিহীন কবি
দৃষ্টিহীন কবি


কতদিন হয়ে গেল 'কবিতা'র আর কোনো নতুন লেখা দেখিনে,
'কবিতা' কি লেখনী-ধারা চিরতরে বিস্মৃত হল ?
কতদিন হয়ে গেল 'কবিতা'র মুখে আর কোনো নতুন বুলি শুনিনে,
'কবিতা' কি চিরতরে বোবা হয়ে গেল ?
কতদিন হয়ে গেল 'কবিতা'র আর কোনো গান শুনতে পাইনে,
'কবিতা'র কণ্ঠধারা কি চিরতরে রুদ্ধ হয়ে গেল ?
কতদিন হয়ে গেল 'কবিতা'কে ডানামেলে আকাশে আর উড়তে দেখিনে,
'কবিতা'র পাখা কি চিরতরে বিলীন হয়ে গেল ?
কতদিন হয়ে গেল 'কবিতা'কে সুইমিংপুলে আর সাঁতার কাটতে দেখিনে,
'কবিতা'র পা দু'খানি কি একেবারে পঙ্গু হয়ে গেল ?
কতদিন হয়ে গেল 'কবিতা'কে এলো চুলে আর ঘুরতে দেখিনে,
'কবিতা'র চুল কি চিরতরে মিলিয়ে গেল ?
কতদিন হয়ে গেল 'কবিতা'কে আর দু'চোখে 'কাজল' পরতে দেখিনে,
'কবিতা' কি 'কাজল' পরা বেমালুম ভুলে গেল ?
কতদিন হয়ে গেল 'কবিতা'কে "অনিমেষ" দৃষ্টিতে দেখিনে,
কবি বোধহয় চিরতরে 'দৃষ্টিহীন' হয়ে গেল!