নজরুল তুমি কোথায়?
নজরুল তুমি কোথায়?
1 min
11.3K
সাম্য কোথা, উড়ছে সেথা,
বৈষম্যেরই ধ্বজা,
হারছে যারা, মরছে তারা
ধনীরাই হয় রাজা।
মরছে দেখো, লাখে লাখে
ধর্মের নামে লজ্জা.
হিন্দু-মুসলিম, সব পরাধীন
রক্তে সাজায় শয্যা।
জাতে জাতে, লড়াই বাঁধে
জুতার তলায় পেষে,
উচ্চজাতের থুতু চাটে
ছোটজাতের মেয়ে?
এ যে কেমন, দেশের ধরণ,
নজরুল তুমি কোথায়?
নারীর অপমান, তার অভিযান,
জাগুক তোমার ভাষায়।
সাম্যের গান, গাও তুমি আজ
ছড়াও প্রেমের আতর।
কঠিন ভাষায়, ধ্বংস হোক সব
কদর্যতার কদর!