Mukulika Das

Inspirational Others

3  

Mukulika Das

Inspirational Others

নজরুল তুমি কোথায়?

নজরুল তুমি কোথায়?

1 min
11.3K



সাম্য কোথা, উড়ছে সেথা,

বৈষম্যেরই ধ্বজা,

হারছে যারা, মরছে তারা

ধনীরাই হয় রাজা।


মরছে দেখো, লাখে লাখে

ধর্মের নামে লজ্জা.

হিন্দু-মুসলিম, সব পরাধীন

রক্তে সাজায় শয্যা।


জাতে জাতে, লড়াই বাঁধে

জুতার তলায় পেষে,

উচ্চজাতের থুতু চাটে

ছোটজাতের মেয়ে?


এ যে কেমন, দেশের ধরণ,

নজরুল তুমি কোথায়?

নারীর অপমান, তার অভিযান,

জাগুক তোমার ভাষায়।


সাম্যের গান, গাও তুমি আজ

ছড়াও প্রেমের আতর।

কঠিন ভাষায়, ধ্বংস হোক সব

কদর্যতার কদর!


Rate this content
Log in