কেমন আছো প্রশান্ত
কেমন আছো প্রশান্ত
খোয়াইয়ের ধার ঘেঁষে যাইতেছিলাম,
পঁচিশ বছর পর এই আসা,
জীবনের কতখানি রাখিয়াছি হেথায়,
তাহার লগে স্মৃতির মালা গাঁথা।
বিচিত্রা ভবনে আসিলাম ঘুরে ঘুরে,
হঠাৎ শুনি সেই সুপুরুষ আহবান,
"চৈতী!"এই নামে কে ডাকে?
ফিরে দেখিলেম তোমার আবির্ভাব।
ভাবিনাই তব আবার দেখা হবে,
যেখান থেকেই হইয়াছিল সব শেষ,
লালমাটি আর রবীন্দ্রনাথ সাক্ষী,
বাসি আজো ভালো যেমন বেসেছিলেম।
কথা নাই কোন নীরবে চেয়ে থাকা,
আর্দ্র আঁখিতে পঁচিশ বছরের কথা,
হাত ধরিলে ঠিক আগেরই মতোন,
বাঁধ ভাঙিল জমাট বাঁধা ব্যথা।
কলাভবনে বসিয়া রহিনু দুজন,
কত কলরব ছিল, আজ শান্ত-
তোমার কি ডাকিবো, আপনি না তুমি?
নাকি বলিবো,"কেমন আছো প্রশান্ত?"