লহো_প্রণাম
লহো_প্রণাম


তব অবকাশ অগোচরে কোথা সকলি তো তাহা জানে,
ব্যাথাতে, হাসিতে, আর ভালোবাসিতে তুমি আসো অম্লানে।
তব মোহময়, কথার আলয়ে রাখিয়াছো ভরি বিশ্ব,
কত মধুক্ষনে, প্রেমের আলাপনে করোনাই মোরে নিঃস্ব।
তব পদধূলি, যাহা রাখিয়াছো চুমি আসি সেই ভূমি-
তোমার অসীমে সঁপিতে চাহি, ভুলিয়া ক্লান্তি গানি।
হে বিষ্ময়, কিরণে তোমার পরিশুদ্ধ মন আর দেহ-প্রাণ-
গোপন কথাটি ছন্দে গাঁথিয়া পড়াইয়া দিলে গলে মালাখান।
কি শুদ্ধ, কি আকুলতা, কি রসের ধারায় যাই ভাসি।
যাতনাময় প্রেমের সুবাসে যৌবনা, আমি সর্বনাশী!
তব প্রতিভায়, ভারতভাগ্যবিধাতা আজ পরিচয় মোদের-
বাংলাকে সুরে বাঁধিলে, নিজ গুনে ধন্য করেছো মোদের।
বঙ্গভঙ্গ যুদ্ধ , করিলে রুদ্ধ রাখীর মিলনে সবে বাঁধিয়া,
জালিয়ানওয়ালাবাগ, আনিয়াছে অশ্রু, দিলে নাইট সরাইয়া।
লেখনীর ধাঁচে, নগ্ন সুবাসে করালাঘাত করো সত্যে,
দৃঢ় আলিঙ্গনে, বাঁধিলে নিজ গুণে দুই বাংলারে বাঁধনে।
অচলায়তন বিদীর্ণ করিয়া প্রকৃতি সঁপিলে বিশ্বভারতীতে,
গানে সুরে ভাসে, নিজ লোকমাঝে শিক্ষারে প্রচারিলে।
নোবেল আনিয়া সাহিত্যে, গর্বিত করিলে, ধন্য ভারতমাতে-
তব গুনগান নাহি কভু শেষ, কবিগুরু- রাখিও চরণেতে!