বৈষম্য
বৈষম্য


রাস্তা ধারে, ফিরছি দ্বারে
একটু খাবার আশায়,
মুখ ফিরিয়ে নিয়ো নাকো
ভুখা পেট ভাত চায়!
চারচাকারই গরবেতে,
তোমরা যে সুখ পাখি,
দুমুঠো খাবার দাও গো
একটু বেঁচে থাকি!
এখন তো আবার ঘরবন্দি,
আমরা কোথা যাই?
তোমরা থাকো দালান-কোঠায়,
আমাদের ছাদ নাই।
ভাত নাই, ছাদ নাই,
অসুখ ধরে পাছে,
অর্থহীন জীবন তবু-
বাঁচতে যে সাধ জাগে!