প্রতিবিম্ব
প্রতিবিম্ব
তোর আমার এক দেহেতেই বাস,
তোর আমার একসাথেই আসা-যাওয়া,
তোর আমার দিবা-নিদ্রা এক সময়,
তোর আমার একই পথে ধাওয়া।
তবু তোর দীর্ঘ অবসর,
আমি শুধু দৌড়ে মরি রোজ,
তুই শুধু কলম টানিস খাতায়,
আমি টানি বিচ্ছেদের খোঁজ।
তুই তবুও গুনগুনিয়ে গাস,
আমার সুরের পালা হলো সারা,
তুই একা আনন্দে উচ্ছ্বাস,
আমি ভীড়ে আদতে সর্বহারা।
রাত হলেই আমি যে নিঁখোজ,
আমার আকাশ মেঘলা হয়ে আসে...
তুই তখন আদর করে ডাকিস,
আলো খুঁজি তোর একচিলতে আকাশে!
মনখারাপেই শুধু মুখোমুখি হওয়া,
আয়না থাকে স্বচ্ছ দেয়াল হয়ে-
দেখি আমার বড়ো হবার ধাপে-
জিতলি তুইই আমার "প্রতিবিম্ব" হয়ে!