প্রকৃতি ও মানুষ
প্রকৃতি ও মানুষ


রক্তশূণ্য বিশ্ব যখন ধোঁয়ায় ধোঁয়ায় ভাসছে,
চারপেয়ে সব জীবগুলো প্রাণের জন্য ধুঁকছে,
আকাশজুড়ে হাহাকার একটু আলো কই,
স্বার্থপর আমরা তখন বিশ্বায়নে রই!
আজকে দেখো উল্টে গেলো কেমন পাশার দান,
করোনার জেরে বন্দি আমরা, মুক্ত বন্যপ্রাণ।
লাশের পর লাশ ছুটেছে গুনতির নেই শেষ
ভেবে দেখো নিয়তি নয়, এ প্রকৃতির দ্বেষ!
আজ বসুধা আলোয় ভরে, নগরায়ন বন্ধ,
দুপেয়ে প্রানীরা সব ঘরে তালা বন্ধ।
প্রকৃতি মা মোদের ক্ষমা ঠিকই করবে-
যখন,মানুষ মহামারি শেষে ঠিক শুধরোবে!