নিষ্ক্রমণ
নিষ্ক্রমণ


অল্প করে বলা কিছু কথা
রাতের স্টেশনের নীরবতা
বলে যায় কত কী...
মাঝরাতে নিশাচর বিছানায়
তৃষাতুর ফেসবুক পর্দায়
তোমায় খুঁজি আমি।
ভালোলাগা আর ভালোবাসার দ্বন্দ্বে
বা তোমায় পাওয়ার অলীক আনন্দে
পুলকিত হয় মন...
বাস্তবের নোঙর করা জাহাজের তীরে
আর গোধুলির শ্রান্ত সমীরে
আমার মহা নিষ্ক্রমণ।।