নির্বোধ
নির্বোধ
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
কী ভীষণ বজ্জাতি ভন্ড দালালের
লম্পট লোভীদের ষড়যন্ত্রের আড়ালে
নির্বোধ অনুগত বীজ রেখে মরবে,
ধূর্ত প্রতারকের, যারা জয়ধ্বজা বইবে ।
দিবারাত অনুসরণ , প্রশ্নহীন সমর্পন
আজব নেশায় ভুলে, নাহি আত্ম মন্থন !
অপুষ্ট ক্লীব ঐ, মধুমক্ষী, পিঁপড়ে
নিরুপায় তাই তারা ,অনুগত ভিন্নেরদুখ মনে সেবা ছাড়া, আর নেই কর্ম
সৃষ্টির রক্ষায়, তারা অক্ষম যৌন
তাই তারা অনুসারী, শ্রম দিয়েও মৌন।
তবু তারা ইতিহাস, অতীতকে স্মরনে
আজগুবি মানে না , কল্পনায় ধারে না।
যা কিছু কর্ম তার, প্রজাতিই লক্ষ্য
অলীক দাসত্বে নয়, নয় কারও ভক্ত।
ক্লীব ঐ মধুমক্ষী, সেও পায় লজ্জা
ঘিলুহীন মজ্জায় , নয় কারও কব্জা
দাসত্বের শিকলে , অনুগত হৃদয়ে
অকারণ করে না সে সময়ের নষ্ট
যা কিছু কর্ম তার, প্রেম প্রীতি স্পষ্ট ।
তারা তবু নিরুপায় দিশাহীন জীবনে
অভিশপ্ত দেহগত, চিন্তায় ও মননে
অধম ওরা জন্মগত, এটাও সত্য !
চেপে রাখা হৃদয়ে বেদনা ও কষ্ট&
nbsp;
তাই তারা অনুসারী, নেই পুরো সত্তা
মক্ষীরানী অন্যান্যা তাই, চির তার ডঙ্কা।
কী দিল! কী পেলে! অবনত কেন শির !
ভেবে কী দেখেছ কভু ? ভন্ডর চালাকীর!
বিভেদ বিদ্বেষ আর সন্ত্রাস হিংসা
অন্তরে প্রেরণ ওদের ওস্তাদী শিক্ষা ।
নির্বোধ অধম ওরা, মিথ্যার কারীগর।
ভন্ডামি জাদুজালে, হারে দক্ষ বাজীগর
দেহগত তফাতহীন, মেধাহীন ঐ সত্তায়
মান্যতা কেন দাও! শয়তানের বাদশায়!
মান্যতা দিল না যারা যুক্তির নিরিখে
মনুষ্যত্বের শিখরে ওরা, জ্ঞানের আলোকে
মুক্ত বিহঙ্গ সম অসীমের নেশা
অজানা সত্যের খোঁজে, ভবিষ্যতের দিশা
পার্থিব যশ খ্যাতি এ জীবনও ঠাসা।
অন্ধভক্ত অনুশাষন তব জেনো সবই বৃথা।
বৈভব গৌরবে ওরা ভন্ডদের হারালো।
বৈষম্য অনাচারের ভিত ধরে নাড়ালো
জ্ঞানপাপী প্রতারক সত্যকে মানে কী!
আজগুবি গল্প যত, শত তাদের চালাকী
রুচীহীন বিকৃতি দিয়ে নির্বোধে বোঝাল
এজীবন সব নয় , ভন্ডরা শিখালো।
আর কবে জাগবে !
ভন্ডদের অনুগত, আর কত ঠকবে?