STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Tragedy Fantasy Others

3  

Partha Pratim Guha Neogy

Tragedy Fantasy Others

নিরামিষ বিশ্বাস

নিরামিষ বিশ্বাস

1 min
115

যেতে দিতে হয় ,চলে যেতে হয়

আগুন সাক্ষী করে বলে দিতে হয় সত্যিকারের মিথ্যেগুলো।

সময়ের আঘাতে

ভগ্ন জীবন পবিত্র ঈশ্বরের কাছে নিরামিষ বিশ্বাস।

ঈশ্বর বলে কি আছে কিছু,

নাকি সবটাই খবরে শুনতে পাওয়া মানুষের অহিংসার নিরামিষ শব

অসত্য । ...... যা দেখি সব।


ভেজা মাটির বুক ,অদৃশ্য কিসের ঝর্ণায় ভিজছে শহরের সেতু

ভিজেই চলেছে হাজার হাজার প্রাচীন প্রেম।

প্রশ্ন ছিল পাহাড়ের কাছে

জানার ছিল কিসের এতো অহংকার পাহাড়ের? তার শীতলতার ?

প্রশ্ন করার ছিল সমুদ্রের কাছে

জানার ছিল কিসের এতো গভীর গাম্ভীর্য ওই বিশালতার বুকে ?

চলে এসেছি তোমার কাছে

তোমার গভীর চোখের ভিতর লিখতে চেয়েছি ভালোবাসার চুপকথা,

মেঘ ভিজছে আমার কবিতা।


যেতে দিতে হয় ,চলে যেতে হয়

সময়ের কাছে ,চুপটি করে গিয়ে বসতে হয় কাউকে জানতে না দিয়ে

তোমার হৃদয়ের আনাচে কানাচে।

জানি এই প্রবেশের নেই প্রয়োজন কোনো দুর্যোগের অনুমতি

জানি এই আমন্ত্রনে জেগে ওঠে এক সুপ্ত অনুভূতি।

তাই যেতে চাই

আর ফিরতে নয় ,

এখন আর ফেরার কথা নয় কোনো

শুধু ঈশ্বর বোধে তৈরী হওয়া সময়ের মন্দিরের দরজায় নিরামিষ বিশ্বাস নিয়ে

চুপটি করে বসা। 


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy