STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance Fantasy Others

3  

Partha Pratim Guha Neogy

Romance Fantasy Others

নীরব রজনী

নীরব রজনী

1 min
131

রাতের নীরবতায় মনে পড়ে যায় স্মৃতিগুলো,

রোমন্থন করার মত স্মৃতিগুলো যেন

মনের আয়নায় বারে বারে ফিরে আসে,

যায় না আর ফিরে পাওয়া সেই সময়গুলো।


নীরবতার মাঝে সেই সময়গুলোতে ফিরে আসা,

যেখানে মিশে আছে হাসি-আনন্দ আর ভালবাসা।

নির্জন এই রাতের প্রহরে বিনিদ্র মনে ধরা দিলো

ছবির মত সেই ফেলে আসা সোনার মুহুর্তগুলো।


আলো আর আঁধারের মাঝে হালকা ছায়া

জোনাকিরা মিটি মিটি জ্বলে উড়ে বেড়ায়।

ঝিঝিপোকাড়া রাতের নির্জনতা কেড়ে নিতে চায়

এরই মাঝে একাকীত্ব উকি দেয় মনের দরজায়।

উদাসী মনের সকল ভাবনাগুলো যেন

রাতের নির্জনতায় মিশে এক হয়ে যায়।


আকাশে মিটি মিটি তারাভরা রাত

রূপালী আলো নিয়ে জেগে আছে চাঁদ।

তাদের সাথে আরও আছে রাত জাগা পাখি

মনের ঘরে স্মৃতি আর স্বপ্নেরা করে মাখামাখি।


নির্জন রাতে যেন ফিরে পাওয়া যায় নিজেকে

কথা বলে আনমনে একান্তে নিজের সাথে,

ফিরে আসে আমার আত্নবিশ্বাস জীবনপথে ,

এই স্মৃতি দর্শন দেয় মনে প্রশান্তি-উদ্যম

পরবর্তী সময়গুলো যেন হয় আরও কর্মক্ষম।


Rate this content
Log in

Similar bengali poem from Romance