STORYMIRROR

Manik Goswami

Romance Tragedy

3  

Manik Goswami

Romance Tragedy

নিঃসঙ্গতা

নিঃসঙ্গতা

1 min
263


 

গভীর রাতে ব্যাকুল চিতে আবেগী উদ্দীপনা,

কান্না ভেজা তাকিয়ায় লেখা না পাওয়ার যন্ত্রনা।

কড়ি বর্গায় চেয়ে থেকে কাটে নিদ্রাবিহীন রাত,

বুকের মাঝে অনুভবে পাই পাথর কঠিন বিষাদ।

খোলা জানালায় দেখতে থাকি দূরের আকাশ, মাঠ,

মনের মাঝে চিন্তার রাশি, শরীরেতে অবসাদ।

শূন্য দৃষ্টি দুখের ভাঁড়ারে বোঝা হয় অনুখন,

ব্যাথিত মনের সাহস বাড়াতে সান্ত্বনার আয়োজন।

আশ্বাস দিই দেখা হবেই তেপান্তরের মাঠে,

নয়তো কোনো কর্দমাক্ত গরু-গাড়ি চলা পথে।

তবু, জোৎস্না সিক্ত রাতের আভায় কাটে না অন্ধকার,

অনুভবের নিনাদ শোনে না তরঙ্গ বিমুখ পাথার।

নিশিরাতের পুষ্পের ঘ্রান হালকা করে না মন,

কেউ পাশে নেই চলার পথে দাঁড়াবে কিছুক্ষন।

তারাগুলো রাতে উপহাসে মাতে,জব্দ ছন্নছাড়া,

বাঁকা চাহনির ব্যঙ্গরসে বাঁধ ভাঙা জলধারা।

তোমার আবেশ দূর করে দিক নিঃসঙ্গতার ব্যথা,

সাহস দেখিয়ে দূর করে দাও জীবনের ব্যর্থতা,

সারাজীবন হৃদয়ে প্রোথিত বেদনার পাষান কারা,

ভালোবাসার পেলব আঘাতে আসুক অশ্রুধারা।

 


Rate this content
Log in

Similar bengali poem from Romance