নেই জানা
নেই জানা
মনের মাঝে দুঃখ বিষাদ যত আছে যন্ত্রনা
সবকিছু যাও ভুলে,
দেখবে তখন এমনি এমনি
যাবে তোমার প্রাণের দরজা খুলে
এমন করেই আনন্ জুড়ে আসবে হাসি চলে।
এখানেতে দুঃখ নামের আছে এক সাগর
নোনা জলে ভরভর।
অনুভূতি কেমন তা
নেই জানা উষ্ণ কিংবা শীতল।
দিও পাঠিয়ে সকল দুঃখ
একসাথে সব থাকবে পুটলি বাঁধা।
থাকবে ডুবে নোনা জলে
টের পাবে না কেউ কোনো কালে।

