STORYMIRROR

Sudip Bag

Inspirational Others

3  

Sudip Bag

Inspirational Others

নবীন প্রবীণ

নবীন প্রবীণ

1 min
12.8K

সময় চলমান স্রোতের প্রায় অনুকূল,

প্রতিবন্ধকতার বেড়া ভেঙে সময় যান।

জোয়ার ভাটায় প্লাবিত করে দুই কূল,

সচল সে অষ্টম প্রহর রাত হোক বা দিনমান।


সময়-স্রোতের সাথে মিলে নবীন হয় প্রবীণ,

পুরানো দ্বীপ ভেঙে নদী গড়ে নতুন দ্বীপ।

প্রবীণের স্বাক্ষর লিপি, আশার আলো নবীন,

ঝাড়বাতির সৃষ্টি বুঝি গড়েছে তেলের প্রদীপ।


আভিজাত্যের ভিতে গড়া নকল এ ধরা,

তুচ্ছতার তৃণ ভাঙে সুখের স্বর্গ প্রাসাদ সমান।

পুরাতনের আশীর্বাদে চলমান এ ধরা,

অতীতের পদাঙ্ক অনুসরণ ঐতিহ্যের প্রমাণ।


তাই নবীন প্রবীণ পাশাপাশি উন্নত শির,

কালের গর্ভে বিলীন প্রাচীন বয়স্ক স্থাপত্য।

পাকা শিরের মেঠো পথে গর্জে ওঠো বীর,

হাতে হাত রেখে তবে সৃষ্টি হোক মিলিত আধিপত্য।


 



Rate this content
Log in

Similar bengali poem from Inspirational