Exclusive FREE session on RIG VEDA for you, Register now!
Exclusive FREE session on RIG VEDA for you, Register now!

Sulata Das

Romance Fantasy Others


3  

Sulata Das

Romance Fantasy Others


নব প্রেম

নব প্রেম

1 min 193 1 min 193

আজ ভোরের আকাশের একমুঠো রোদ্দুর যেন হেসে,

মিলির শয্যাকে ভাসিয়ে দিল নিবিড় ভালবেসে।

    যেন বললো তাকে কানে কানে ওরে ওঠ!

আর ঘুমিয়ে থাকিস নে রে।

    যেন বলল তাকে বাইরে দেখ তাকিয়ে-

প্রকৃতি তার রূপের ডালি নিয়ে-

     দু বাহু বাড়িয়ে ডাকছে তোকে। 

মিলি এসে উদাস মনে বসলো দাওয়ায়-

     খোলা চুল এলোমেলো হয়ে   

এসে পড়ল তার মুখে হাওয়ার দোলায়। 

     হঠাৎ সে দেখলো চেয়ে রঙিন  

প্রজাপতিরা রংবেরঙের ফুলে ঘুড়ে বেড়াচ্ছে ঊড়ে ঊড়ে,

    দুধ সাদা বক সুনীল গগনে ডানা মেলে যাচ্ছে সুদূরে। 

কি অপরূপ সব ফুলের বাহার,

      নীল-হলুদ-কমলা-সাদা কিংবা লাল!

কোকিলের মিষ্টি কুহু কুহু ডাক ভেসে আসছে,

      স্ফটিক স্বচ্ছ শীতল দীঘির জলে রাজহাঁস সাঁতার কাটছে।

     নীল আকাশে সাদা মেঘ পরীরা যাচ্ছে ঊড়ে,

দোয়েল-কোয়েল গাইছে গান মধুর সুরে। 

     চারিদিকে পাখির কলকাকলি,

আর ভ্রমরের মধুর গুঞ্জনে   

      আকাশ বাতাস মুখরিত,

জুঁই,কামিনি-হাসনাহেনা ফুলের   

      গন্ধে চারিদিক সুরভিত। 

রং-বেরঙ্গি ফুলের অপরূপ মনলোভা শোভা,

     সবুজ ধানের খেতের উপর সকালের কোমল  

রোদ্দুরের আলো-ছায়া।

     যেদিকে তাকায় প্রকৃতি যেন   

সুনিপুণ হাতে নিজে সাজিয়েছে ধরণীকে,

      প্রভাত রবির তপন তাপ আর 

আলোকরশ্মি যেন মুছে দিয়েছে   

      ধরণীর সব মলিনতাকে। 

কত মনোরম সুন্দর এ পৃথিবী!

      কি নয়নাভিরাম অনিন্দ সুন্দর এ প্রকৃতি!

এতো সুন্দর পৃথিবী তে আজ সে বড় একা,

     প্রাণাধিক প্রেমিক তাকে প্রেমে দিয়েছে ধোঁকা,

করেছে তার বিশ্বাস ভঙ্গ,

     আজ মনে সে বড় নিঃসঙ্গ। 

সহসা বৃষ্টি নামল মিলির নয়নে।

      অঝোরে ঝরে পড়ছে সে,   

কিছুতেই বাঁধ মানছে না সেই অবিরাম ধারা,

      এতোদিনের জমানো দুঃখের ভার-

যেন আজ সেই বৃষ্টির জলে ধুয়ে মুছে মন হলো হাল্কা।

      হাল্কা ফুরফুরে মনের আকাশ রাঙিয়ে 

যেন সাতরঙ্গা রামধনু উঠলো ফুটে,

      মন থেকে যে ভালবাসা গিয়েছিলো মুছে,

আজ বুঝি নতুন করে সে প্রেমে পড়লো 

       পরমা প্রকৃতি কে ভালোবেসে। 


Rate this content
Log in

More bengali poem from Sulata Das

Similar bengali poem from Romance