নৈবেদ্য
নৈবেদ্য
নৈবেদ্য
নিখিল মিত্র ঠাকুর
১৭/৯/২৪
ঘনিয়ে আসা দুর্যোগের অবসানে
কে যেন বলছে কানে কানে
দুষ্টের দমন আর শিষ্টের পালনে
আসবে শান্তি সবার জীবনে।
মারা যাওয়া শত শত সক্রিয় ক্ষণে
ঝরে যাওয়া রক্ত রণাঙ্গনে,
বলছে সততার কথা দুর্বৃত্তের মনে
পবিত্র হও জীবন ধারণে।
যে শিক্ষা পেলে এ ক্ষণিক জীবনে
হোক তবে উপলব্ধি মননে
কেউ কভু সাহায্য করে দুঃশাসনে,
সম্মানিত হয় না স্মরণে।
ফিরে এসো তাই মনুষ্যত্বের কর্ষনে
ভরে দাও প্রাণ অবদানে,
নারী জাতির সম্মান রক্ষার প্রাঙ্গণে
প্রাপ্ত শক্তি নৈবেদ্য প্রদানে।
