নারী শক্তি
নারী শক্তি
তুমিতো শুধুই জীবনানন্দের বনলতা নও,
না তো তুমি সুনীলের নীরার নাড়িতে বাঁধা।
যে রাঁধে সে নাকি চুল ও বাঁধে,
কতই না উপমা তোমার তরে।
তুমি সাঁঝের পিদিম জ্বেলানো উমা,
আবার তুমিই ‘রনঙদেহী’ ঝাঁসির তরবারি।
তুমি সীতার সতীত্বতে, পানচালির প্রতিজ্ঞায়।
অবলা ও পতিতার কালিমায় যারা বেঁধেছে তোমায়,
পুরুষ শাসিত সেই সমাজে তুমি একাই যোদ্ধা।