ম্যাকবেথ
ম্যাকবেথ


ম্যাকবেথ ---
মহাকবি শেক্সপিয়র এর গাঁথা মালা!
সময় সেখানে থমকে গেছে,
সৌরভ তার খুব প্রিয় আমার --
মন চায় মনে --
একটু সুখ দিতে,
সেই সুগন্ধ একটু ছড়াতে।
বেশ তো ছিল কিংবদন্তি সেনানী
যোদ্ধা ছিল সেরার সেরা
রাজার আপনজন
প্রজার নয়ন মনি ।
কাল হলো ঘোর দুরাশা
অশুভ তিন ডাইনী ---
উদ্দাম দুঃস্বপ্ন , লোভ ,
রক্ত খাওয়ার নেশা ।
শখ হলো রাজা হতে ---
রাজাকে হত্যা করে রাজা হতে ।
দোসর লেডি ম্যাকবেথ ---
স্বামীর জীবনে চতুর্থ ডাইনী ।
ম্যাকবেথের দুর্গে অতিথি আজ
নিকট আত্মীয় বৃদ্ধ রাজা ---
ঘুমন্ত রাতের অতিথি আজ খুন হল
ভয়ে পালাল দুই রাজপুত্র ।
ম্যাকবেথ হলো রাজা
লেডি ম্যাকবেথ রানী ।
তারপর শুরু আসল গল্প ---
রাজ্যে থাকবে না কোন শত্রু
থাকবে না বিরোধী কাঁটা ---
খুন হলো ব্যাঙ্কো
পালাল অন্ধকারে ব্যাঙ্কোর ছেলে।
পরের লক্ষ্য ম্যাকডাফ
পালাল রাজ্য ছেড়ে ----
সেই রাগে ম্যাকবেথ
দারুন নৃশংস রূপে
প্রাণ নিলো তার স্ত্রী পুত্রের।
এরপর লেডি ম্যাকবেথ
উন্মাদ হলো ---
ঘুমাতে ঘুমাতে হাঁটে ,
ঘুমাতে ঘুমাতে প্রতি রাতে --
জল ঢেলে হাতে
ধোয় রক্তের দাগ।
একদিন যন্ত্রণা ক্লিষ্ট উন্মাদ রাণী
নিজেই করল নিজেকে হত্যা।
আজ ম্যাকবেথ একা ---
বন্ধু হীন স্বজন হীন
বুক ভরা হতাশা আর যন্ত্রণা
সকলেই তাকে সন্দেহ করে
সবার চোখেই ঘৃণা ।
ম্যাকবেথের চোখে ঘুম নাই
সে ঘুমকে করেছে হত্যা ---
মৃত রাজা ডানকান
শান্তিতে কবরে ঘুমায় ।
এবার এলো মৃত্যু দূত ---
ফিরে এলো দুই রাজপুত্র
যুদ্ধের সাজে সেজে ,
ফিরে এলো ম্যাকডাফ
সে ম্যাকবেথের যম।
শেষ যুদ্ধ ম্যাকবেথের ---
নরপিশাচ ট্র্যাজিক হিরোর
উন্মাদনার চির উপশম।
ম্যাকবেথ ধ্বংস হলো
স্কটল্যান্ড পেল নূতন রাজা ।
ছিল সবার প্রিয় নায়ক,
ঘৃণার জঞ্জালে হলো শেষ ---
তবু থেকে যায় বেদনার রেশ।