মূল্যবৃদ্ধি
মূল্যবৃদ্ধি
শরীর থেকে রক্ত চোষে জোঁক ;
বাজার দরের নিত্য উঠা নামা,
দাম বাড়লেই বাড়তে থাকে ঝোঁক ;
তখন তাকে যায় না আর থামা।
আলসে চোখে কালশিটের এই দাগ ;
দেখতে গিয়ে চালশে পড়ে চোখে,
দাম বৃদ্ধির সেই যে অনুরাগ ;
ভালো বেসে জড়িয়ে ধরে লোকে ।
একটি রুটি পাঁচটি টাকা দরে ;
বিক্রি হত ; কিনত লাইন দিয়ে,
দাম বাড়ার লোভ বুকে ধরে ;
পাশ করিয়ে নেয় রাজায় দিয়ে ।
পাঁচ টাকার ছোট্ট এক রুটি ;
তিরিশ টাকায় বিক্রি করে তখন,
লোকজন তবে বাঁধল সবে জুটি ;
গেল তারা মহান রাজার সদন ।
রেগে লাল ; শুনে তাদের কথা ;
রাজা বলেন আনো ধরে তাকে,
আমার দেশের প্রজার মনে ব্যথা !
চড়াবো শুলে এই বাজে লোকটাকে ।
সেই আসামী পড়ল রাজার পায় ;
রাজা বলেন দাম কর আদ্দেক,
আম জনতা নাচে আদুল গায় ;
আসামী খুশী ; রাজা ধরেন ভেক ।
জয় জয় জয় রাজাবাবুর জয় ;
ধন্য ধন্য করে খুশীর হাওয়া ,
পাঁচের রুটি আর পনেরোর সংশয় ;
রয়না মনে পেট ভর্তি খাওয়া ।
