মূঢ়তা
মূঢ়তা
রং-তুলিতে আঁকছি ছবি যার ;
ক্যানভাসে তার ফুটছে অন্য রূপ,
সাত সাগরের ধূসর ঊষর পাড় ;
ঝঞ্ঝা ভেবে নির্বাক নিশ্চুপ ।
তেরো নদীর বায়স ভেজা ভোরে ;
ফুটল যবে একটি চাঁপার ফুল ,
অবাক চোখে তাকাস কেন ওরে ;
সবই তোমার মনের কোন ভুল ।
পুতলি যে তার স্নিগ্ধ পলকহীন ;
আঁখি পল্লব পেলব দামে ছায় ,
মুগ্ধ হয়ে সে কোন অর্বাচীন ;
অর্থ খোঁজে গোপন ভাবনায় ।
ধড়ের চেয়ে ঝড়ই হল বড় ;
উড়তে গিয়ে জুড়ে বসে শ্বাস,
ক্যানভাসে যে কবিতা তুমি পড় ;
ফেলে দিয়ে মুগ্ধতা একরাশ ।
বালুকা বেলায় জাপটে ধরে পলল ;
বিছিয়ে রাখা মেঘের আঁচল জুড়ে,
মুর্খামি তার নয় অতি সরল ;
রুদ্ধ আবেগ মুগ্ধ হয়ে উড়ে ।

