মুহূর্তের ঋণ
মুহূর্তের ঋণ


মুহূর্তেরা ঋণী রয়ে যায় মুহূর্তের কাছে,
মুহূর্ত গুলো আমার বড্ডো দামী তাই,
কোন মুহূর্ত কম আর কোন মুহূর্ত বেশি!
হিসেব কষতে বসে এখন ভাবছি তাই।
স্কুলের প্রথম দিনটি যেমন,
তেমনই শেষের দিনও ভোলার নয়!
নতুন কলেজ নতুন বন্ধু
অনেক আনন্দ,
বিয়ের স্মৃতি আজও মনে উজ্জ্বল আলো হয়ে
প্রথম সন্তানের জন্ম ক্ষণে অপার আনন্দ,
দুঃখের স্মৃতিও কত শত
আপন জনের 'যাওয়া'!!
সব স্মৃতিই আজ স্মরণীয়,
সব মুহূর্তই পরম পাওয়া......