মোর প্রিয়তমা স্মৃতিলেখা
মোর প্রিয়তমা স্মৃতিলেখা
মোর প্রিয়তমা স্মৃতিলেখা,
লিখছি তোমায় আজি এ চিঠি
বসে নিশুতি রাতে।
পারিনা বাঁচিতে তোমাকে না ভেবে
হাজার কাজের ফাঁকে।
কেন তুমি দাও উঁকি বারেবারে
আমার মানসপটে?
দূরে গিয়েও পারিনা থাকিতে
তোমার স্মৃতিকে ভুলে।
মহাগগনে হারায়ে তোমাকে
পারিনা চলিতে এ পৃথিবী গ্রহে,
একাকী চলিতে কাঁটা বেঁধে পায়ে
না যদি থাকো পাশে।
কী আছে মোর এই ক্ষুদ্র পরাণে,
ছুটে আসো তুমি কিবা প্রয়োজনে?
মহাগগন ছাড়ি হও উদিত
মম চিত্ত মাঝারে।
চলে গিয়েও কেন তাকাও ফিরে
নয়নে বারি ঝরায়ে !”
তোমার অন্তরে আমারি উদয়
আমার নাইকো লয়।
কল্পনাস্রোতে বেড়াই ভেসে
অন্তরে বাসা বেঁধে।
স্বপ্নপরী স্বপ্ন সাজায়
অনন্তের ছোঁয়ায় মজে,
আমি পাপড়ি মেলা গোলাপ অন্তরে
থাকি তোমাকেই ভালোবেসে।”

