মনসিজ
মনসিজ


সীমান্তপথে কাঁটা হয়ে এঁকে দিতে পারি রক্ততিলক...
মনসিজ হয়ে যদি পারো তুমি জ্বলতে,
অকাল কালবৈশাখী উড়িয়ে নেয় যত স্মৃতিধুলো ;
অমলিন তারা মরা চিনারের প্রান্তে।
বেঢপ আঁকশি দিয়ে পেড়ে দিতে পারি চাঁদ...
পকেটের ভাঁজে পারো তাকে যদি পুরে রাখতে,
একশো তিনের ঘর ছেড়ে ঘোড়দৌড় দেওয়া পারদরেখা ;
পারবে কি তাকে আরবার ফিরে আনতে!
ভাঙা পেয়ালায় তুলে দিতে পারি তরল বিঠোফেন...
বলো পারবে কি তাকে নীলচে শিরায় ঢালতে!
তবে চলে এসো তিস্তায় ভরা বর্ষায় ;
ঠিক যেইখানে ভাঙা ঘাটে তরী বাঁধতে।
জানি পারবেনা। তবুও ছুঁয়ে যাই মোহনা...
একবার যদি চেনা নাম ধরে ডাকতে,
চলে যাবে জানি ' স্মৃতির মিছিলে ;
একলাটি পারবেনা কভু হাঁটতে।।