বাঁচা
বাঁচা


বিদ্ধ হচ্ছি প্রতিরাতে....
বাতাসে ভেসে বেড়াচ্ছে বেটাডিনের গন্ধ।
অজস্র ক্ষতস্থান পুঁজ হয়ে ঝরছে
পৃথিবীর আগল খুলে হাঁটতে বেরিয়েছে বিপন্ন মানবতা,
আমি বেঁচে আছি স্যালাইন - আয়োডিনে...
ডুবতে ডুবতে ভেসে উঠছি বারবার,
অনুভব ; আমি বাড়ি ফিরে যাবোতো!
হাসপাতালের গন্ধে কেমন যেন মৃত্যু লেগে থাকে...
থমকানো বাতাসে ভেসে বেড়ায় ভয়ের ভাইরাস।
আজন্মকাল ধুঁকতে ধুঁকতে বেঁচে থাকা প্রাণ অক্সিজেন চায়,
একটুকরো মেঘ রুটি হয়ে গেলে ক্ষতি কিইবা ছিল।
বেঁচে থাকাটা নেশা হয়ে গেলে মানুষ স্বার্থপর হয়ে যায়,
অনুভব; স্বার্থটুকু ফুরিয়ে গেলে আবার আগলে রাখবে তো!
বিশ্বাসের ভিত্তি ধসে পড়লে বদনাম সাময়িক,
কায়িক নিদান ঈগলের ডানা হয়ে ঝাপটা মারে আকাশে।
দুর্বিপাক থেমে গেলে মনে জাগে মৃত্যুকূপ,
সামাজিক বিবমিষাগুলো তাতে উগরে ফেলতে হয়...
অনুভব ; তুমি নাহয় বদলে যেও ---
মহামারীতে মানুষকে বদলে যেতে হয়।।