বেহায়া মশলাগুলো
বেহায়া মশলাগুলো


ভালো থাকার জন্য আমরা প্রতিরাতে মৃত্যু আঁকড়ে ঘুমোতে যাই...
কোলের কাছে গুটিসুটি মেরে পড়ে থাকে বেহায়া ইচ্ছেগুলো,
কথার ওপর কথা জমে তৈরী হওয়া পাহাড় ধাক্কা মারে বুকে'
ইতিউতি ছড়িয়ে পড়ে রক্তাপ্লুত পাঁজরের কাঁচ ;
না বলা একলা ভালোবাসার গল্পগুলো লুকিয়ে বাঁচিয়ে রাখবে বলে।
মাঝে মাঝে অভিমান হয় বড়, ইচ্ছে করে খুবলে খাই অন্তঃসারশূন্যতা...
আবেগের তুলনায় যখন ঘিরে ধরে অগাধ উদাসীনতা...
ঋতুমতী সমুদ্রে আছড়ে পড়ে অভাগা নদের বীর্য,
সৃষ্টিছাড়া সৃজনে বেঁচে উঠতে চাওয়া ভস্মাধারের আক্ষেপ ;
কখনো শক্তি থাকলেও উর্বরা হয়ে ওঠা যায় না।।