STORYMIRROR

Riya Bhattacharya

Abstract Tragedy

3  

Riya Bhattacharya

Abstract Tragedy

বিপ্লব চলছে

বিপ্লব চলছে

1 min
210


প্রতিবাদ বিদ্রোহ শ্যাম্পেন... 


লম্পট নাকি লুম্পেন, 


প্রতিষ্ঠান সেতো প্রতারণা 


বেনিয়াকূলের চেনা আনাগোনা, 


রাতে দরজায় খিল ---


স্ত্রী পিটিয়ে মিছিল,


কদর্যতা চেনা মুখোশের


আবেগ নির্ভর আক্রোশের, 


যুক্তিবাদ পুড়ে খানখান 


মিডিয়াকূল খেটে খান, 


চারিদিক বাজে বলছে ---


চোপ! বিপ্লব চলছে। 


রঙিন প্রচ্ছদে নাম 


চরিত্রে মেশা কাম,


খুঁটে খাই বুক


দেহ জমা সিন্দুক, 


কালচারাল ক্লাব মেম্বার 


পিকাসো নেরুদা দরবার, 


খিস্তিয়ে করি লাট 


মূর্খ জনতা পাটপাট,


কবিতার কালি আঙ্গুলে 


সমাজতন্ত্র গোঁজা লাঙ্গুলে, 


প্রেমিকার চুল কাটি 


রোদ্দুর মেখে হাঁটি,


 নারীবাদী মৌ-লোভী ঝাঁক 


সাম্রাজ্যবাদ নিপাত যাক, 


বিরোধীরা ভুলভাল বলছে ---


চোপ! বিপ্লব চলছে।। 





Rate this content
Log in

Similar bengali poem from Abstract