সেদিন লিখবো এমন
সেদিন লিখবো এমন
হয়ত বয়স অনেক বেড়ে গেলে পড়ে...
যখন বুড়ো হাড়ে জমা হবে ধুলো,
নির্বাক শব্দেরা মিছিল করে ক্ষমাপ্রার্থনা করবে বিক্ষুব্ধ আঙুলের কাছে, -----
সেদিন লিখব এমন!
অপ্রাপ্তির ক্ষণগণনা যেদিন তোতার মুখ থেকে টুপ করে খসে পড়বে নগ্ন জমিনে....
আস্তিন গুটিয়ে তেড়ে আসবেনা কাবা - কৌরবের সান্ত্রীগুলো,
ভালোবাসা যেদিন ঠুনকো পয়সার ঘায়ে বিক্রি হবেনা মধ্যরাতে ----
সেদিন লিখব এমন!
আমি কবিতা লিখতে চাই ' বুভুক্ষু বিপ্লবের কবিতা....
কতকগুলো ঘোলাটে কাগজ দলাপাকিয়ে গুঁজে দিতে চাই অন্ধ সিস্টেমের মুখে,
>
মদিরার গেলাসে যেদিন মিশে যাবে হাসনুহানার সাবেকী উল্লাস ---
সেদিন লিখব এমন!
আমি লিখব, লিখতে আমাকে হবেই....
খেটে খাওয়া ঘামের গন্ধে লিখতে হবে বিচিত্র ইতিহাস,
এমন - তেমন নয় ' সুরাবর্দীর আড়াই চালে কিস্তিমাতের গল্প ---
একদিন যা হারিয়ে গিয়েছিল কুয়াশার অন্তরালে।
মৃগনাভী ছিঁড়ে যেদিন আনব আদুরে মেয়ের অভিশাপ.....
কিংখাবে মুড়ে তুলে রাখব তাকে বাতিল রাজার সিন্দুকে,
আভিজাত্য শব্দটাকে আভিধানিক বলে ছুঁড়ে ফেলব নরকের কাঁটা দরজায় ;
সেদিন লিখব এমন! কবিতা যা কবিতা নয়।।