কুয়াশা
কুয়াশা
স্তব্ধ হচ্ছে রঙপেন্সিল...
জমাট বাঁধা কুয়াশায় ধূসর বনেদী গন্ধ,
চিৎকার আজকাল বড্ড ক্ষণস্থায়ী --
বন্ধন ; বঞ্চিতের নিটোল সূতিকাগার।
তলিয়ে যাওয়ার মূহুর্তেই...
আরো একবার বেঁচে ওঠার গল্প,
শালুক ফুলের পাকদণ্ডি বেয়ে উঠে কুয়াশার মতো --
অবাধ্য ; তবু আকিঞ্চন নয়।
রাতের নিবিড় হাতছানিতে...
একটু একটু করে তারাখসার মতো ছলকে পড়ে দূরত্ব,
কুয়াশার দরজা ভেদ করা স্বাতীনক্ষত্রের আলো --
মৃত্যু ; আবার বাঁচার গল্প বলে।
জীবনকে থামতে নেই...
শুনে শুনে পচে যাওয়া কানগুলো খাড়া হয়ে ওঠে,
কুয়াশা ছাইয়ের মতো উড়ে সরে গেলে ---
অযান্ত্রিক রোদ ; হাসি হয়ে ফুটে ওঠে আকাশে।।