মন্মন্তর
মন্মন্তর


গরিবের দেশ পেটে নাহি ভাত
খুদার্থ প্রজা ভুলিয়াছে জাত।
রোদের তাপেতে পুড়েছে ফসল
চাষির পিঠেতে চাবুকের বল।
যে জিভ করেছে প্রতিবাদ
কেটে করেছে রাজা তিনখাদ।
মন্মন্তরে কমেনি খাজনা আদায়
কত মজুর নিয়েছে চির বিদায়।
রাজার পাষাণ হৃদয় খানি
তবুও গলেনি থামতে বলেনি।
এতো হলো বিধির বিধান
কাঁদবে প্রজা হাসবে রাজা।
যে চাষি ফলালো ফসল
খায়নি দুটো ভাত কতকাল।
যার কুঠীরে ভিড় করেছে অন্ধকারে
বহুদিন ধরে আসেনি সকাল।
যখন জ্বলে তাহার কুঠীর
দুপুর বেলাই খিদের জ্বালায়।
রাজা খায় ভালো মন্দ
পাখার হাওয়াই সোনার থালায়।
রোজ প্রহরী এসে জানাই
প্রজা মরার গল্প শোনাই।
রাজা বাবু হেসে বলে
কাঁদলে কি রাজ্য চলে?
লাগাও চাবুক করাও কাজ
পুরো খাজনা তুলবে আজ।
রাজ্য আজ সেজেছে শ্মশান
সঞ্চিত ধন বিলুপ্ত প্রাণ।
জ্বলছে কতো স্বপ্ন কুঠীর
কতো পুড়ছে মৃতদেহ।
জগতে কয়েক জীবনের থেকে
খাজনা আদায় শ্রেয়।
রাজা বেরোলেন রাজ্য ভ্রমণে
দেখিতে প্রজার সুখ।
আর্তনাদের শব্দ শুনে
লুকিয়ে ফেরেন মুখ।
প্রহরী বলেন জানেন হুজুর
আমার নিজের ভাই
খিদের জ্বালায় কাতর হয়ে
পুড়ে হয়েছে ছাই।
হুজুর বলেন চুপ কর বেটা
কেউ শুনে ফেললে তবে?
জানিসনা কি রাজপুত্রের
কাল রাজ্যাভিষেক হবে।
পুড়ুক যদি পুড়ছে ঘর
চলুক এই মৃত্তুর ঝড়
মরতে হবে কিছু মানুষ
তবেই না হল মন্মন্তর।